শনিবার দুপুরে পৌর শহরের খড়মপুর মৎস্য প্রজেক্ট থেকে মো. রাহুল খাদেম নামে এক যুবকের বরশিতে মাছটি ধরা পড়ে।
মো. রাহুল খাদেম জানান, তার মাছ ধরার শখ। এ কারণে বাড়ির পাশের মৎস্য প্রজেক্টে বরশি দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বরশিতে শরীরে হলুদ ও কালো দাগ মাছটি ধরা পড়ে।
তিনি আরো জানান, ৪০০ গ্রাম ওজনের মাছটি বর্তমানে তাদের বাড়িতে আছে। বিভিন্নভাবে খোঁজ নিয়ে জেনেছেন মাছটির নাম ‘সাকার ফিস’। খবর পেয়ে আশপাশের লোকজন মাছটি দেখতে আসছে।