রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

সিলেটে হত্যা ও অপহরণ মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:সিলেটে হত্যা ও অপহরণ মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আফজল হোসেইন। তিনি মহানগর ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

গত বৃহস্পতিবার রাতে নগরীর শিবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আফজল হোসেন শাহপরাণ থানাধীন লাকড়ীপাড়া রংধনু গ্রামের ময়না মিয়ার ছেলে। তিনি তানিম হত্যা ও ব্যবসায়ী দেলোয়ার অপহরণ মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদক, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসেন নামে কাকলি শপিং সেন্টারের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গত বৃহস্পতিবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর