দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর ফুলবাড়ীতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাত দেড়টার দিকে ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের তিন আরোহী বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ নিহত হন।
নিহত সবুজ ফুলবাড়ী উপজেলার ফরীদাবাদ কাসা পুকুর গ্রামের মো. ওয়েজ উদ্দিনের ছেলে। নিহত অপরজন তাজিন আহম্মেদ তাজিন ফুলবাড়ীর শিবনগর গ্রামের মো. বুলবুল আহমেদের ছেলে।
এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। এ বিষয়ে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা হয়েছে।