চট্টগ্রাম প্রতিনিধি:ডিগ্রিধারী নার্স ও প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরের তিনটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
রোববার এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন শেষে এ নির্দেশ দেন জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী।
প্রতিষ্ঠানগুলো হলো- কোতোয়ালি থানার কদমতলী এলাকার মিড পয়েন্ট হাসপাতাল অ্যান্ড মেটারনিটি সেন্টার, আগ্রাবাদের বড়পোল এলাকার কোয়েস্ট মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং হাইটেক ডায়াগনস্টিক সেন্টার।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, চারটি প্রতিষ্ঠান পরিদর্শন করে বেশকিছু অসঙ্গতি পাওয়া যায়। ফলে সব প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। পরে মিড পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান তাদের কাগজপত্র দেখাতে পারায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। অন্য তিন প্রতিষ্ঠান মিড পয়েন্ট হাসপাতাল অ্যান্ড মেটারনিটি সেন্টার, কোয়েস্ট মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং হাইটেক ডায়াগনস্টিক সেন্টারকে সেবা বন্ধ রাখার পাশাপাশি কাগজপত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।