বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

নাইজেরিয়ার গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ায় একটি গির্জায় খাবার বিতরণের সময় ভিড়ে পদদলিত হয়ে অন্তত ৩১ জন মারা গেছেন। এতে আহত হন আরও ৭ জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

শনিবার (২৮ মে) দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরের গির্জায় এ ঘটনা ঘটে।

দেশটির রিভার রাজ্যের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শত শত লোক খুব সকালে সেখানে ভিড় করতে শুরু করে। এসময় তারা অধৈর্য্য হয়ে ধাক্কা-ধাক্কি শুরু করে। এসময় একটি গেট ভেঙে যায় এবং এক পর্যায়ে পদদলিতের ঘটনা ঘটে। পুলিশ তদন্তের পাশাপশি ঘটনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

নাইজেরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গির্জায় ফ্রিতে খাবার কেনার জন্য প্রচুর মানুষ ভিড় করে। শুক্রবার থেকেই সেখানে লাইনে দাঁড়ায় তারা।

নিহত ও আহতদের স্থানীয় একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের বেশিরভাগই শিশু।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর