পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে পেট্রল ঢেলে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইতি আক্তার। ২৬ বছর বয়সী ইতি ধোপরহাট গ্রামের আব্দুল মান্নান খানের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী ৩২ বছর বয়সী জলিল কুষ্টিয়ার মিরপুর উপজেলার নুর আলীর ছেলে।
স্বজনরা জানান, প্রায় সাত বছর আগে জলিলের সঙ্গে ইতির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ইতিকে মারধর করতেন জলিল। প্রায় পাঁচ বছর আগে ঢাকা থেকে বাবার বাড়িতে চলে আসেন ইতি। তাদের সংসারে একটি ছেলেও রয়েছে। তবে স্বামীর অত্যাচার সইতে না পেরে এক বছর আগে স্বামীকে তালাক দেন।
এরই জেরে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে শ্বশুরবাড়িতে আসেন জলিল। এরপর ঘুমন্ত ইতিকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারেন। বিষয়টি ইতির বাবা দেখে ফেললে জলিল দৌড়ে পালিয়ে যান।
দুমকি থানার ওসি আব্দুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।