রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

স্কুলে যাওয়ার পথে ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি:নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বড়দের ঝগড়ার জেরে স্কুলে যাওয়ার পথে ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২৫ মে) সকালে উপজেলার পেরীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- পেরীরচর গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে আর্তিকা আক্তার (১৩), ছেলে সাদেকুল ইসলাম (৭) ও তার ভাই আলম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (১৪)। এদের মধ্যে আর্তিকা আক্তারের মাথায় দুটি সেলাই লেগেছে। এ ছাড়া বাকি দুজনের শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে নিশ্চিত করেছেন চিকিৎসক।

খোঁজ নিয়ে জানা গেছে, আর্তিকা আক্তার খুরশিমুল উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ও মুন্নী আক্তার একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর সাদেকুল ইসলাম পেরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

আর্তিকা আক্তার জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী রহিম শাহ (৩৫) ও তার স্ত্রী অজুফা (৩০) আমাদের কিল, লাথি ও লাঠি দিয়ে মারধর শুরু করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের হাত থেকে উদ্ধার করে। শুনেছি আমাদের পরিবারের সঙ্গে তাদের ঝগড়া রয়েছে।

আহত আর্তিকার চাচি হাফছা আক্তার জানান, জমির পাশের মাটি কাটা নিয়ে রহিম শাহর সঙ্গে আমাদের পরিবারের দ্বন্দ্ব আছে। কিন্তু বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে বাচ্চাদের এভাবে মেরে জখম করেছে। ঝামেলা তো বড়দের সঙ্গে ছিল কিন্তু বাচ্চাদের মারল কেন। এ ঘটনার সঠিক বিচার চাই।

আহত আর্তিকার বাবা ইদ্রিস মিয়া বলেন, ঝামেলা বড়দের কিন্তু তারা বাচ্চাদের স্কুলে যাওয়ার পথে মেরেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর