দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরে ‘ঘুষের’ ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে তাকে আটক করা হয়েছে।
দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিরিরবন্দর উপজেলার আম্বারি এলাকার অটো রাইস মিল ঈষাণ অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. রাশেদুজ্জামান ঐ টাকা নিয়ে মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে এসেছিলেন। ঐ ঘুষের টাকাসহ বিকেল সাড়ে ৪টার দিকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।