বিশেষ প্রতিনিধি: বাবুগঞ্জ থেকে প্রকাশিত বাবুগঞ্জে আলোকিত কন্ঠ পত্রিকা উদ্যোগে পত্রিকা পরিচালনা পর্ষদ এর সদস্যদের সহযোগিতায় অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৯ এপ্রিল শুক্রবার থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়, প্রায় শতাধিক পরিবারের মাঝে পূর্ব থেকেই তালিকা করে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত নির্ধারণ করে তাদের বাড়িতে ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রী ভিতরে ছিল চিনি ,চাল , তেল,সেমাই, দুধ, নুডুলস, আলু,
আলোকিত কণ্ঠ পত্রিকা পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা এ এস মাহমুদ বলেন আগামীতে আমরা বড় পরিসরে তালিকা করে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ঈদ উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঈদ সামগ্রী বিতরনের সার্বিক সহযোগিতা করেন পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব এএস মাহমুদ, অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার পত্রিকার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কিবরিয়া, শাহাজালাল ইসলাম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পত্রিকা উপদেষ্টা মোঃ আবুল বাশার , মোঃআদনান নোমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, নির্বাহী সম্পাদক সাহিদুর রহমান শাকিল, মুফদিউল ইসলাম সাদাত শিকদার ,আরাফাত হোসেন ফরিদ, পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সাইফুল রহিমের ব্যবস্থাপনায় প্যাকেজিং এর সার্বিক সহযোগিতা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম ,মোঃ ফয়সাল আহমেদ আবির, মোঃ তাওহিদ।