নিজস্ব প্রতিনিধিঃঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এসময় ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে, তাদের বিচারের দাবি জানান।
এ সময় ঢাবি শিক্ষার্থী ফারুক বলেন, আমার ভাইদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে আমরা বিক্ষোভ করছি। আশা করি প্রশাসন দ্রুত এর বিচার করবে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিপুল পুলিশের উপস্থিতি থাকলেও আজ দুপুর পর্যন্ত কাউকে নিউমার্কেট এলাকায় দেখা যায়নি। সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীদের অনেকে ঢাকা কলেজের ভেতরে চলে যান।