পিরোজপুর প্রতিনিধি:হ্যভিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট(এইচডিটি) এর সহযোগিতায়, -আজ ১২ এপ্রিল -২০২২ পিরোজপুর বাবুই কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাবুই এর প্রতিষ্ঠাতা, মোঃ হাছিবুর রহমান। বাবুই সভাপতি, অমিত বিশ্বাস। বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম।
দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক, কবির হোসেন। আল ফাতাহ্ পাবলিকেশন এর জেলা মার্কেটিং অফিসার, মোতাসিম বিল্লাহ।
পরে শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।