যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছায় স্মৃতি বেগম নামে এক প্রবাসীর স্ত্রী রোজা অবস্থায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার আগে তাকে ফজরের নামাজও আদায় করতে দেখা গেছে।
সোমবার সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে লাশটি হেফাজতে নেয় পুলিশ।
নিহত স্মৃতি বেগম ঐ উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্মৃতি বেগমের পুত্রবধূ রিমি খাতুন সকাল ৭টার দিকে শাশুড়িকে নিজ ঘরের সিলিংয়ে ঝুলতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে গিয়ে প্রতিবেশীদের সহায়তায় লাশটি উদ্ধার করেন। পরে খবর পেয়ে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পারিবারিক সূত্র জানায়, স্মৃতি বেগম মাটির ঘরে থাকেন। নতুন করে তারা একটি পাকা বাড়ি করছেন। বাড়ি তৈরিসহ পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন ধরে স্মৃতি বেগমের সঙ্গে তার ছেলে ইউসূফ আলীর মনোমালিন্য হয়। সোমবার সকালে এসব বিষয় মীমাংসার জন্য স্মৃতি বেগমের বাবা ও মায়ের আসার কথা ছিল। এর আগেই তিনি আত্মহত্যা করেন।
নিহতের ভাসুর জানান, স্মৃতি বেগম রোজা রেখেছিলেন। ঘটনার আগে তাকে ফজরের নামাজ আদায় করতে দেখেছে পরিবারের লোকজন।
দশপাকিয়া পুলিশ ফাঁড়ির এসআই নূর উন নবী জানান, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।