রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

ময়মনসিংহে প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রোববার রাত সোয়া ১টার দিকে উপজেলায় এ শিলাবৃষ্টি হয়।

উপজেলার সিংহেশ্বর ইউপির মারুয়াকান্দি গ্রামের এক কৃষক জানান, ‘ধানের থোরগুলো কেবল বের হচ্ছে। এই মুহূর্তে শিল পড়ায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।’

 

রূপসী ইউপির আরেক কৃষক বলেন, ‘কমপক্ষে ১০ মিনিট শুধু শিলাই পড়েছে। এতে কি পরিমাণ ক্ষতি যে হয়েছে তা শুধু অনুমানের বিষয়। না দেখে বলা যাবে না।’

বোরো ফসল ছাড়াও সবজি বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মোকামিয়া গ্রামের কৃষক দিদার আলী।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। সার্বিক খোঁজ খবর নিয়ে পরে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর