কবিতাঃ ডিভোর্স
শরিফা নাসরিন
চারিদিকে শুধু
ডিভোর্স আর পরকীয়া।
হারাম সম্পর্কের প্রতি
মানুষ আসক্ত হয়ে পড়ছে।
ইবলিশ সয়তান
আদম সন্তানকে পাপের
দিকে ধাবিত করছে
ওহে মানব মানবি
পাপাচার আর করোনা
ভুল শুধরাতে চেষ্টা করো
জীবন কলন্কিত করোনা
ভালো বাসো নিজের স্ত্রীকে
ভালোবাসো নিজের স্বামীকে
তবেই স্বস্তি পাবে মনে
শান্তি আসবে জীবনে।।