বগুড়া প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আপন দুই ভাই দুলু ফকির ও হান্নান ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুলু ফকির ও হান্নান ফকির উপজেলার কোমারপুর শিয়ালগাড়ী গ্রামের সামছুল ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ী পাড়ার জনৈক কৃষক গত ১৭ মার্চ বেলা ১০টার দিকে জমি চাষ করার জন্য পাওয়ার টিলার নিয়ে মাঠে যান। এ সুযোগে কৃষকের বাড়ির গোয়াল ঘরে লুকিয়ে থাকা দুলু ফকির কৃষকের স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে গৃহবধূর স্বামীকে মেরে ফেলারও হুমকি দেন দুলু। কিছুক্ষণ পরেই ধর্ষকের আপন ভাই হান্নান ফকির গৃহবধূকে সংসার ভেঙে দেয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণ করেন।
সবশেষ গত বুধবার (৬ এপ্রিল) রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুলু ও হান্নানকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়ের ও ধর্ষকদের গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।