মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সরবরাহ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। এতে কুলাউড়াসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল ৮টার দিকে কুলাউড়া বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর পর্যন্ত চালু হয়নি ঐ তিন উপজেলার বিদ্যুৎ সংযোগ।
জানা গেছে, সকালের দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোলরুমে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কন্ট্রোলরুমের ব্রেকার সম্পূর্ণ পুড়ে যায়। এতে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোলরুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, কন্ট্রোলরুমের মেরামত কাজ শুরু হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।