চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে স্বাধীনতা দিবসে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. ইসমাইল, তাহসিন, লিমন, মো. নুরুল করিম, এসএম ইকবাল ও মো. হোসেন।
পুলিশ জানায়, শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা এরশাদুল্লাহ ও আবু সুফিয়ানের অনুসারীরা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, আহত ছয়জনকে হাসপাতালে আনলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই চলে যান।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের সরিয়ে দেই।