চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নিহত হয়েছেন আমেনা বেগম নামে ২৫ বছর বয়সী এক গৃহবধূ।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়ার এম এম জুট মিলস কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত আমেনা একই কলোনির ভাড়াটিয়া মো. রাসেলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতের খাবার খেয়ে ঘুমাতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে রাসেলের সঙ্গে আমেনার ঝগড়া হয়। এরই জেরে রাত ২টার দিকে স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান রাসেল। পরে প্রতিবেশীদের খবরে লাশ উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।