ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর বালুর মাঠ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম সোনিয়া। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজার গোপালপুর বালুর মাঠে নারীর লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও সিআইডির পৃথক দল এসে লাশটি উদ্ধার করে।
সিআইডি ঝিনাইদহের ইন্সপেক্টর পলাশ গোলদার বলেন, আঙুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর বালুর মাঠে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধর্ষণের বিষয়টি পরীক্ষার পর জানা যাবে বলে জানান তিনি।