কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লার বরুড়া উপজেলায় একই মাদরাসার তিন শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আলী আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছন।
এর আগে বুধবার (২৩ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামের আলী আজমের ছেলে আলী আকবর।
জানা গেছে, গত ১৯ ও ২০ মার্চ বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামে তিন শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুরা মাদরাসার মাঠে খেলতে নামে এবং আলী আকবরের বাড়ির আশপাশে ঘুরতে যায়। তাদেরকে চকলেট ও ১০ টাকার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান আলী আকবর। পরে তিনি শিশুদের ধর্ষণ করে। দুদিনে তিন শিশু ধর্ষণের ঘটনায় কুমিল্লাজুড়ে চাঞ্চল্য হয়।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্ত আলী আকবরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।