জামালপুর প্রতিনিধি:জামালপুরের মেলান্দহে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মাত্র এক ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার ও ১৫ ঘণ্টার মধ্যে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রোববার বিকেল ৫টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন মেলান্দহ থানার এসআই সুমন চন্দ্র সরকার। এর আগে, স্থানীয় বখাটে মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নারীর মা। মামলার পরই অভিযান চালিয়ে ওই উপজেলার নয়ানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের বাড়ি থেকে আসামিকে গ্রেফতার ও আলামত জব্দ করে পুলিশ। পরে আসামির জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ১৫ ঘণ্টার মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মেলান্দহ থানার ওসি এম.এম ময়নুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। মামলা দায়েরের ১ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার ও ১৫ ঘণ্টার মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হয়েছে। এটিই এ থানার সবচেয়ে দ্রুততম সময়ে চার্জশিট দাখিলের ঘটনা। এত দ্রুত সেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত।