সাঈদ ইব্রাহিম,পটুয়াখালীঃপটুয়াখালীর মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজ ও বেগম ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রাজু’র ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে আজ শনিবার ২৮ অক্টোবর সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ট সহচর বাংলাদেশের অন্যতম রূপকার মুজিব বাহিনীর উপ প্রধান পটুয়াখালীর কৃতি সন্তান, ধানমন্ডি থানা আওয়ামীলীগের সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ডলফিন (সিসি) প্রাইভেট লিঃ এর সত্বাধিকারী দানবীর ফজলুর রহমান রাজু’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসহাক মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নেছার উদ্দিন তালুকদার, প্রধান অতিথি ছিলেন ফজলুর রহমান রাজু’র জ্যেষ্ঠ পুত্র ও অত্র কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি ফজলে মাসুদুর রহমান পাপ্পা এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মরহুমের জীবনী ও বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন ও রুহের মাগফেরাত কামনা করেন।