স্পোর্টস ডেস্ক:জৈব সুরক্ষা বলয়ের কঠোর নিয়মের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের বাকী অংশে খেলবেন না অস্ট্রেলিয়ান পেসার এন্ড্রু টাই।
টাইর পরিবর্তে দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান বোলার তাবরাইজ শামসিকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এই দলেই আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই স্থগিত হওয়া আইপিএলের বাকী অংশে ফিজের সঙ্গী হিসেবে দেখা যাবে শামসিকে।
শুধু টাই-ই নয়, ইংল্যান্ডের জোফরা আর্চার এবং জস বাটলারকে পাবে না রাজস্থান। ইংল্যান্ডের আরেক খেলোয়াড় বেন স্টোকসও অনিশ্চিত। তাই দলের সেরা বিদেশী খেলোয়াড়দের ছাড়া আইপিএলের বাকী অংশে খেলতে হবে রাজস্থানকে।
বর্তমানে টি-২০ ক্রিকেটে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন শামসি। এর আগে আইপিএলে ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে খেলেছিলেন তিনি। ৪ ম্যাচে ৩টি উইকেট নিয়েছিলেন শামসি।
দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯ ম্যাচে ৪৫ উইকেট নিয়েছেন শামসি।