নিজস্ব প্রতিনিধিঃআইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট শুরু হচ্ছে। প্রথম ধাপের এ পরীক্ষা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনব্যাপী এ পরীক্ষা হবে।
বার কাউন্সিলের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ২৫ জুলাই থেকে মৌখক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়ায় গত ১৫ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তিতে তা স্থগিত করা হয়েছিল।
গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরে ২৯ মে (শনিবার) রাতে বার কাউন্সিলের ওয়েব সাইটে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।