সাঈদ ইব্রাহিম,পটুয়াখালীঃমুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ২৫-০৮-২০২১ ইং তারিখ সকাল ১১.০০ টার সময় পটুয়াখালী সরকারি কলেজের বিএনসিসি সেনা, নৌ, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর আয়োজনে নিরাপদ জীবনের জন্য মাস্ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালিত হয়। এই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমীন, অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শামীম হোসেন খান, উদ্বোধনী বক্তৃতা করেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ শাহ মোহাম্মদ আলমগীর, এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, সহযোগী অধ্যাপক মোঃ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জাহিদ খান, সাবেক শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক এলিজাবেথ বাড়ৈ, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সহকারী অধ্যাপক কামরুল হাসান, প্রভাষক সেলিম হোসেন, প্রভাষক ধীমান কান্তি দত্ত প্রভাষক শতাব্দী সুকুলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন বলেন করোনা মহামারিতে জনসচেতনতা বাড়াতে ও রোগ প্রতিরোধে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ন পাঁচটি পয়েন্টে আমাদের বিএনসিসি সেনা, নৌ, রোভার, রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে এবং সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করেতে অনুরোধ জানিয়েছেন সব শেষে অধ্যক্ষ কিছু পথচারীদের মাস্ক পড়িয়ে দেন।