বরিশাল প্রতিনিধি:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকার বোনের বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেন তার বোন কানিজ ফাতেমা।
তিনি বলেন, একদল সাদা পোশাকধারী লোক বাসায় এসে মান্নাকে নিয়ে গেছে। তারা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দিয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, আমি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। মান্নাকে গ্রেফতার বা আটকের কোনো খবর আমার কাছে নেই। তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি।
কাউন্সিলর মান্না প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিনের ছেলে। বরিশালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি মান্না।