সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী ঃপটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে আজ শুক্রবার বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সঠিক মাপ ও রং এর জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কামাল হোসেন, প্রধান অতিথি মোঃ শাহজাহান মিয়া এমপি, বিশেষ অতিথি এস এম শাহজাদা এমপি, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন চেয়ারম্যান জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক ‘, বাংলাদেশ আওয়ামীলীগ পটুয়াখালী জেলা শাখা, মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা, মোঃ গোলাম সরোয়ার, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, পটুয়াখালী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় দিবস সমূহে সকলকে সঠিক ভাবে বাংলাদেশের পতাকা ব্যবহার করার আহবান জানান এ উপলক্ষে পটুয়াখালীতে ৩০০ পিচ, বাউফলে ৩০০ পিচ, গলাচিপা ৪০০ পিচসহ অন্যান্য উপজেলাসমূহে ৩০০ পিচ করে মোট ৩০০০পিচ জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রতিনিধিদের কাছে বিতরণ করেন।