সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী ঃপটুয়াখালীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেড সিএসআর কার্যক্রমের আওতায় পটুয়াখালী জেলার হতদরিদ্র, সাময়িক কর্মহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বুধবার ১১ আগষ্ট বেলা ১২ টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি মান্নান, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুনাল্ড চাকমা, সোনালী ব্যাংক নিউটাউন শাখা ম্যানেজার মোঃ কেফায়েত উল্লাহ ও সিনিয়র অফিসার (আইটি) প্রিন্সিপাল অফিস রমেন কুমার বিশ্বাস।
পটুয়াখালী জেলার ৮ টি উপজেলার মোট ৮৮ জনকে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭৬ হাজার টাকার চেক বিতরন করা হয়।