নিজস্ব প্রতিনিধিঃরাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ রাব্বানী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, খিলগাঁওয়ের ফ্লাইওভারে একটি মোটরসাইকেলকে ধাক্কা সিএনজি। এতে রাব্বানী পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া আরো জানান, নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।