সাঈদ ইব্রাহিম,পটুয়াখালীঃস্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী পটুয়াখালীতে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল ৯টায় শহরের ব্যায়ামাগার মোড়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, সংরক্ষিত মহিলা আসন ৩২৯ এর সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে বেকার যুবক ও যুবতীদের মাঝে ১হাজার বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়। এছাড়া আছরবাদ পুরানবাজার জামে মসজিদে দোয়া ও লিাদ মাহফিল অনুষ্ঠিত হয়।